শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আমন মৌসুমের বরাদ্দ ১০ মেট্রিক টন ইউরিয়া উধাও!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে চলতি আমন মৌসুমের জন্য বরাদ্দ ১০ মেট্রিক টন ইউরিয়া সার উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের একাধিক কৃষক অভিযোগ করেন, এই মৌসুমে তারা ইউনিয়নের নির্দিষ্ট ডিলারের কাছ থেকে সার কিনতে পারেননি। এ বিষয়ে ডিলার শাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার জানান, গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ডিলার অক্টোবর মাসের বরাদ্দ সার গুদামে তোলা হয়েছে বলে তাকে চিঠি পাঠিয়ে জানিয়েছেন। ঝালকাঠি কৃষি সম্পসারণ বিভাগের উপপরিচালক ফজলুল হক জানান, অক্টোবরের বরাদ্দ সার ডিলার উত্তোলন করলেও গুদামে উঠায়নি বলে শুনেছি। উপজেলা কৃষি কর্মকর্তাকে তদন্ত করার নির্দেশনা দিয়েছি।

সর্বশেষ খবর