রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

২০০ বছরের খাল দখল করে বাড়ি নির্মাণ!

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রায় ২০০ বছরের পুরনো একটি খাল দখল করে বাড়ি নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের কাইকুরদিয়া গ্রামে নরসুন্দা নদীর তীর ঘেঁষে হেদায়েত খাঁ নামে খালটি প্রায় ২০০ বছরের পুরনো। খালটি সরকারি খাস খতিয়ানভুক্ত। কাইকুরদিয়া থেকে পার্শ্ববর্তী শিমুলতলা গ্রামের বিল পর্যন্ত খালটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। খালটির প্রস্থ ১৮/২২ ফুট এবং ২০/৩০ ফুট গভীর ছিল। কাইকুরদিয়া ও বাদেশ্রীরামপুর মৌজার কৃষি ও বসতবাড়ির জমে থাকা পানি এ খাল দিয়ে নরসুন্দা নদীতে নিষ্কাশিত হয়ে আসছে। তাছাড়া শুকনো মৌসুমে আশপাশের কৃষিজমিতে পানির চাহিদা মেটানো হতো এ খাল থেকে। খালটি ভরাট করায় এবারের বর্ষায় বেশ কিছু কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ক্ষতি হয়। অপরদিকে খালের দুই পাশে ছিল গভীর জঙ্গল, যা ছিল বন্যপ্রাণীর অভয়াশ্রম। খালটি ভরাট করায় পরিবেশেরও মারাত্মক ক্ষতি হবে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, কাইকুরদিয়া গ্রামের মঞ্জুর রহমান নামে এক ব্যক্তি ভেকু মেশিন দিয়ে বালু তুলে খালটি ভরাট করেছেন। বসতবাড়ির পরিধি বাড়ানোর জন্যই তিনি খালটি ভরাট করছেন বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করে মঞ্জুর রহমান বলেন, তিনি খাল ভরাট করেননি। নিজের মালিকানাধীন জায়গাটিই তিনি ভরাট করেছেন। এলাকাবাসী অভিযোগ করলে করিমগঞ্জের ইউএনও জাফরাবাদ ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে খাল ভরাট অব্যাহত রয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ইউএনও তাসলিমা নূর হোসেন জানান।

সর্বশেষ খবর