রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চাল পাননি জেলেরা

নাটোর প্রতিনিধি

১৪ অক্টোবর থেকে শুরু হয়েছে ২২ দিনব্যাপী মা ইলিশ রক্ষা কার্যক্রম। এতে লালপুরের পদ্মা নদীতে ইলিশ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। তবে মা ইলিশ যেন জেলেরা না ধরে, সে জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া চালসহ অন্য আর্থিক সুবিধা এখনো পানি তারা। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্র জানায়, নাটোরের লালপুরে মূলত ঈশ্বরদী, লালপুর এবং বিলমাড়িয়া এ তিনটি ইউনিয়নের মধ্যে দিয়ে পদ্মা নদী প্রবাহিত। এ পদ্মা নদীতে অন্তত পাঁচ শতাধিক জেলে মাছ ধরে তাদের জীবন পরিচালনা করে। কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী মা ইলিশ ধরা বন্ধ রাখায় জেলেরা বিপাকে পড়েছেন। সূত্র জানায়, লালপুরে ১ হাজার ৭০০ জেলে রয়েছে। এরমধ্যে প্রতিবছর ইলিশ ধরা মৌসুমে ৫০০ জেলেকে সরকারি সহায়তা দেওয়া হয়। এবারও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিজন ছেলে ২০ কেজি করে চাল পাবেন। তবে ২০ কেজি চাল পর্যাপ্ত নয় বলে জানান জেলেরা।

ঈশ্বরদী ইউনিয়নের গৌরিপুর এলাকার জেলে কানাই হালদার বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা ইলিশ ধরা বন্ধ রেখেছি। কিন্তু এখনো কোনো সহায়তা পাইনি।  এখন পরিবার নিয়ে কি খাব। এদিকে, মা ইলিশ রক্ষার জন্য সচেতনমূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় মৎস্য অফিস। জেলেদের মাঝে লিফলেট বিতরণ, প্রতিদিন নদীতে অভিযান, হাট-বাজার ঘাট পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। উপজেলা মৎস্য অফিসার আবু সামা বলেন, লালপুরের পদ্মা নদীতে এখন কিছু জাটকা দেখা যাচ্ছে। উপকূলীয় এলাকায় ইলিশ ধরা বন্ধ থাকায় আগামী ৫/৬ দিনের মধ্যে পদ্মা নদীতে মা ইলিশ চলে আসবে।  জেলেরা যাতে মা ইলিশ না ধরে সেজন্য সরকারি ভাবে তাদের চাল সহায়তা দেওয়া হচ্ছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর