রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

কুড়িগ্রামে পাঁচ দফা বন্যায় কৃষকের মাথায় হাত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে চলতি বন্যাসহ পাঁচ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। পূর্বে পরপর তিন দফা বন্যায় এমনিতে প্রথমবার লাগানো রোপা আমনের অনেকটা নিমজ্জিত হয়ে নষ্ট হয়ে যায়। পরে পঞ্চম দফা বন্যায় আমনের ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। কৃষিনির্ভরশীল পরিবারগুলো ধারদেনা ও ঋণ করে ৪র্থ দফা বন্যার পর আমন আবাদ করে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু পঞ্চম দফা বন্যার ফলে ধরলা নদী তীরবর্তী এলাকার ৪ উপজেলার কৃষকের এখন মাথায় হাত। নিজেদের খাবার কিভাবে জুটবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। এ ছাড়াও আমন ধান নষ্ট হয়ে যাওয়ায় তারা নিজে এবং তাদের গবাদি পশু নিয়েও এখন তারা রয়েছেন মারাত্মক কষ্টে। এ অবস্থায় সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর দাবি উঠেছে। জেলা কৃষি বিভাগ মনে করে বন্যার কারণে জমিতে পলি পড়ায় এবার আমনের বাম্পার ফলন হবে। এ কারণে কৃষকদের ঘাটতি পুষিয়ে নেওয়াও সম্ভব হবে। সরকারি দপ্তরে ক্ষতিগ্রস্তদের জন্য সহযোগিতা চাওয়ার পাশাপাশি পরিত্যক্ত জমিতে বিকল্প ফসল আবাদের চিন্তাভাবনা করা হচ্ছে।

জেলা কৃষি বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শামসুদ্দিন মিয়া জানান, ৫ম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কোনো প্রকার প্রণোদনা পাওয়া যায়নি। তবে কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

সর্বশেষ খবর