রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
পাকাঘর উঠছে তার জন্য

প্রতিবন্ধী সেই রুবিনা ঘটনা দেখে বিস্ময়ে আনন্দবিহ্বল

দিনাজপুর প্রতিনিধি

প্রতিবন্ধী সেই রুবিনা ঘটনা দেখে বিস্ময়ে আনন্দবিহ্বল

দিনাজপুরে প্রতিবন্ধী রুবিনাকে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়ির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের স্বামী পরিত্যক্তা সেই প্রতিবন্ধী নারী রুবিনা বেগম দেখতে পাচ্ছেন, তার জন্য পাকাঘর তোলা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে। ঘটনা দেখে বিস্ময়ে আনন্দে বিহ্বল হয়ে পড়েন তিনি। পাকাঘর উঠানোর জন্য জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা তার জরাজীর্ণ বাড়িতে উপস্থিত হয়েছেন, নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। গতকাল  ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামে রুবিনার ঘরের ভিতপাথর স্থাপন করেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। এ সময় জেলা প্রশাসন রুবিনা ও তার ছোট ভাই প্রতিবন্ধী আশরাফের জন্য চাল-আটাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেন। ভিতপাথর স্থাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। মধ্যমপাড়া গ্রামের মৃত আবদুল ওয়াহেদের মেয়ে রুবিনা বেগম মানসিক প্রতিবন্ধী হওয়ায় তার স্বামী তাকে ছেড়ে চলে যান। তিনি বাবার বাড়িতে তার ছোট ভাইসহ জরাজীর্ণ মাটির ঘরে বসবাস করেন। তার করুণ কাহিনি গণমাধ্যমে প্রকাশ হলে প্রধানমন্ত্রীর কার্যলয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ লাখ ৭১ হাজার টাকায় দুটি পাকা ঘরসহ একটি বাড়ি বরাদ্দ করা হয়।

সর্বশেষ খবর