রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রংপুরে তিন ইউপি নির্বাচনে ১৯০ প্রার্থীর ঘুম হারাম

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই তিন ইউনিয়নে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ত্রিমুখী ভোটযুদ্ধ হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। কারণ তিন ইউনিয়নে কোনো প্রার্থীর একক অবস্থান নেই। কার পক্ষে বেশি ভোট যাবে, কে বিজয়ী হতে পারে, কে ভোটের মাঠে এগিয়ে আছে তা অনুমান করতে পারছেন না ভোটাররা। তাই এখন নিজস্ব ভোট ব্যাংক রক্ষায় ব্যস্ত হয়ে পড়েছে চেয়ারম্যান প্রার্থীরা। ঘুম হারাম করে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের মাঠ ঘুরে জানা গেছে, হরিদেবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী মফিজল ইসলাম জর্দা, আওয়ামী লীগের প্রার্থী একরামুল হক ও স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন ভোটের মাঠে রয়েছেন। চন্দনপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী রুহুল আমিন লিটন, আন্ডারডগ হিসেবে দেখা দিয়েছেন সাবেক চেয়ারম্যান সাইদুল ইসলাম চৌধুরীর বড় ছেলে লিটন চৌধুরী। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মকছেদুর রহমান দুলু ব্যাপারী, জাতীয় পার্টির প্রার্থী ফজলুল হক ফুলবাবু, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সোহেল রানার সঙ্গে ভোটযুদ্ধ হবে।

তবে বিজয়ের মালা কার গলায় আসবে। সমীক্ষা কিংবা পরিসংখ্যান করে ভোটের হিসাব মেলানো যাচ্ছে না। আগামী ২০ অক্টোবর সন্ধ্যায় ভোট গণনার পর পরিষ্কার হবে ভোটের হিসাব। তিন ইউনিয়নে মোট চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ১২৭ জন এবং সংরক্ষিত আসনে ৪৭ জন ভোটের মাঠে রয়েছেন। ৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৮১ হাজার ৫৬১।

সর্বশেষ খবর