রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার সুক নদীর বুড়ির বাঁধে চলছে মাছ ধরার উৎসব। প্রতি বছর কার্তিক মাসের প্রথমদিনে এ উৎসব হয়। ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য এলাকায় একটি জলকপাট নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদফতরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। জেলা মৎস্য কর্মকর্তা বলেন, ৫০ একর এলাকাজুড়ে সুক নদীর ওপর নির্মিত বুড়ির বাঁধ মৎস্য অভয়াশ্রম। সারা বছর কাউকে এখানে মাছ ধরতে দেওয়া হয় না। এ বছর এখানে বিভিন্ন জাতের ১৬  কেজি মাছের রেণু ছাড়া হয়েছিল বলে জানান তিনি।

সর্বশেষ খবর