সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

অ্যাপ্রোচ সড়কে মাটি নেই ৪ সেতুতে যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

অ্যাপ্রোচ সড়কে মাটি নেই ৪ সেতুতে যান চলাচল বন্ধ

বগুড়ার সোনাতলায় অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়ে যাওয়া সেতু

বগুড়ার সোনাতলায় বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সড়কের চারটি সেতুর অ্যাপ্রোচ সড়কে মাটি না থাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর চার দফা বন্যায় সোনাতলা উপজেলার বিভিন্ন সড়কের চারটি ব্রিজের অ্যাপ্রোচের মাটি স্রোতের তোড়ে সরে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওই পথ দিয়ে যান চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ। পথচারীদের ৪-৫ কিলোমিটার পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে  হচ্ছে। এতে একদিকে সময় অপচয় হচ্ছে, অন্যদিকে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ব্রিজগুলো হলো- সুজাইতপুর-সমজাতাইড় সড়কের গোবরচাপা ব্রিজ, মহিচরণ-লোহাগাড়া সড়কের সটকের যান ব্রিজ, ঠাকুরপাড়া-চরপাড়া সড়কের বুড়ামেলা ব্রিজ ও উত্তর বয়ড়া-দক্ষিণ বয়ড়া সড়কের সুখদহ নদীর ওপর নির্মিত ব্রিজ। স্থানীয় লোকজন জানান, একাধিক বার এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরানকে জানানোর পরও সংস্কার কাজ শুরু হয়নি। সোনাতলা উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান, এলজিইডির আওতায় তিনটি ব্রিজের অ্য্যাপ্রোচে মাটি সরে যাওয়ায় যান চলাচল সাময়িক বন্ধ রয়েছে। স্থানগুলো ইতোমধ্যে পরিদর্শন করে বরাদ্দের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর