সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হত্যা মামলায় একজনের ফাঁসি, যাবজ্জীবন ২

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ভাড়ায় মোটরসাইকেল চালক জিয়াউল হক (৩২) হত্যা মামলায় একজনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বিচারক জুলফিকার আলী খান এই রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হলেন- ইসলামপুর উপজেলার করইতার গ্রামের নবাব আলী খানের ছেলে মাহবুবুর রহমান বুলবুল। যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন মেলান্দহ উপজেলার মাঝবন্দ নাংলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে মনির ও গোবিন্দপুর নাংলা গ্রামের সুলতানের ছেলে বাবু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১১ সালের ৫ অক্টোবর ইসলামপুর উপজেলার ধর্মকুড়া শান্তিপাড়া গ্রামের সামিউল হকের ছেলে জিয়াউল হককে করইতার গ্রামের বুলবুল শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেলসহ ডেকে নেয়। পরদিন দুপুরে মেলান্দহ উপজেলার চারাইলদার পাথালিয়া গ্রামের ধানখেত থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর