সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভূমির ন্যায্যমূল্য প্রদানের দাবি

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের সড়ক প্রশস্তকরণের জন্য অধিগ্রহণ করা ভূমির ন্যায্যমূল্য প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভূমি মালিকরা। শহরের আলাইপুর এলাকায় গতকাল একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল আমিন বাবু। লিখিত বক্তব্যে বলা হয়, ভূমি অধিগ্রহণ বিদ্যমান আইনে অধিগ্রহণের তিন গুণ বেশি মূল্য প্রদানের বিধান রয়েছে। যা বাস্তবতা এবং পারিপার্শ্বিকতার সঙ্গে মিল নেই।

তারা দাবি করেন, সরকারি আইনে অধিগ্রহণের ক্ষেত্রে ৩ গুণ এবং ব্যক্তি পর্যায়ে ৪ গুণ মূল্যে অধিগ্রহণ করার সুযোগ রয়েছে। সুতরাং অধিগ্রহণ করা জমির চার গুণ মূল্যে আমাদের দেওয়া হোক।

ভূমির ন্যায্যমূল্য নির্ধারণ ও ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কাছে দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিল্লাদ হোসেন মিঠু, মাহবুবুর রহমান সোহেল, আবু সাইদ, সিরাজুল ইসলাম, আহমেদুল কবির, প্রদীপ পোদ্দার, পলাশ কুমার ঘোষ প্রমুখ।

 

সর্বশেষ খবর