সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের মোবারকপুর গ্রামের সাদেক মিয়ার পুত্র আমির হামজা (৬) এবং একই গ্রামের হবি মিয়ার পুত্র সানি (৫)।

-নেত্রকোনা প্রতিনিধি

গণধর্ষণে মামলা গ্রেফতার ২

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নে সন্তানদের সামনে মাকে হাত-পা বেঁধে গণধর্ষণের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাতে ধর্ষণ, মারধর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আসামি করে রাঙ্গাবালী থানায় মামলাটি করেছেন গৃহবধূর স্বামী। এ ঘটনায় একই এলাকার মজিবর শরীফেল ছেলে শাকিল (২২) ও আল হাদিব (১৮) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহবধূর স¦ামী জানান, গত শুক্রবার রাত ৯টার দিকে তার স্ত্রীকে শাকিল, আরিফ ও হাদিব মিলে ঘরের ভিতর বেঁধে রেখে ধর্ষণ ও মারধর করে। এরপর ঘরে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় তারা। -পটুয়াখালী প্রতিনিধি

দুই কিলোমিটার ধাওয়া করে কাঠ জব্দ

কুমিল্লায়  দুই কিলোমিটার ধাওয়া করে ১০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যান জব্দ করেছে কুমিল্লা সামাজিক বন বিভাগ। এ সময় কাভার্ডভ্যান রেখে পালিয়ে যায় চালক ও তার সহযোগী। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাষাপাড়া এলাকা থেকে অবৈধ সেগুন কাঠবোঝাই কাভার্ডভ্যান জব্দ করা হয়। এ ঘটনায় গতকাল কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (বন আদালত) মামলা করা হয়েছে। -কুমিল্লা প্রতিনিধি

নরসিংদীতে বেঙ্গল ডোর এক্সক্লুসিভ শপ উদ্বোধন

বেঙ্গল প্লাস্টিক লিমিটেড নরসিংদীতে ডোর এক্সক্লুসিভ শপের উদ্বোধন করেছে। গতকাল দুপুরে জেলার জেলখানার মোড় ডিসি রোডে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল প্লাস্টিক পাইপ লিমিটেডের চিফ অপারেটিং কর্মকর্তা কে এম সানোয়ার রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রেজাউল ইসলাম, মৃন্ময় কান্তি দাস, সাইদুল ইসলাম খানসহ নরসিংদীর গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, বেঙ্গল প্লাস্টিকের পণ্য মার্কেটিংর দিক থেকে রাজধানীতে প্রথম স্থান এবং সারাদেশে ২য় স্থানে রয়েছে। -নরসিংদী প্রতিনিধি

বাঞ্ছারামপুরে হাত ধোয়া দিবস

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ থেকে র‌্যালিটি বেড় হয়ে বাঞ্ছারামপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৌহিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌশাদ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পলাশ সরকার প্রমুখ।

-বাঞ্ছারামপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর