মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সামান্য বৃষ্টিতেই অলিগলিতে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে

ফরিদপুর প্রতিনিধি

সামান্য বৃষ্টি হলেই ফরিদপুরের সালথা উপজেলা সদর বাজারের অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বাজারের ব্যবসায়ীদের ও জনসাধারনের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। সরেজমিনে দেখা গেছে, সদরের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সালথাবাজার। গুরুত্বপূর্ণ এ বাজারে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। পানি নিষ্কাশনের নালা ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। বাজারের ভিতর ইটের রাস্তাগুলোর ইট উঠে বহু খানাখন্দের সৃষ্টি হয়েছে।  স্থানীয় বাসিন্দা মনির মোল্যা বলেন, একযুগ ধরে বাজারের গলিতে ইটের রাস্তাগুলোর এমন বাজে অবস্থা হয়ে রয়েছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে জনসাধারণের। সামান্য বৃষ্টি হলেই পানি আটকে অনেক সময় দোকানপাটে উঠে যায়। এতে ব্যবসায়ীদের দুর্দশার আর সীমা থাকে না। ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে প্রয়োজনীয় সংখ্যক টিউবয়েল, ল্যাট্টিন ও ড্রেনেজ ব্যবস্থা কোনোটিই ঠিক নেই। বাজারের কমিটি আছে। এ বাজার থেকে প্রতিবছর ৭০ থেকে ৮০ লাখ টাকা রাজস্বও আদায় করে সরকার। অথচ বাজারে ক্রেতা-বিক্রেতা ও নাগরিকদের নেই ন্যূনতম নাগরিক সুবিধা। ইউএনও মোহাম্মাদ হাসিব সরকার বলেন, বাজারে একটি ড্রেন নির্মাণ করে দেওয়া হয়েছিল। কিন্তু দোকানদাররা নিজেরা ড্রেনে ময়লা ফেলে তা বন্ধ করে দিয়েছে। তারা সচেতন না হলে যত ড্রেন করে দেওয়া হোক তা কোনো কাজে আসবে না। এটির ব্যবহার উপযোগিতা তাদেরই হাতে।

সর্বশেষ খবর