মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভুল পরামর্শে কৃষকের সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ছত্রাক ও মাজরা পোকার হাত থেকে ফসল বাঁচাতে কীটনাশক ব্যবসায়ীর পরামর্শে ওষুধ প্রয়োগ করে দুই বিঘা জমির ধান চারা পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের আসাদুল ইসলাম রবিবার উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। কৃষক আসাদুল ইসলাম জানান, উপজেলার জামুন্না বগুড়াপাড়া মাঠে তার দুই বিঘা জমিতে বিআর ৪৯ ধান রোপন করেন।

ধান পাকতে শুরু করেছে। এ অতাবস্থায় ধান গাছে ছত্রাক ও মাজরা পোকা দমনের জন্য গত মঙ্গলবার নয়মাইল বাজারের একটি দোকান মালিকের পরামর্শে কিছু ওষুধ কিনে জমিতে প্রয়োগ করেন। পর দিন থেকে ধানের চারা পুড়ে যেতে শুরু করে। একপর্যায়ে দুই বিঘা জমির সব ধান পুড়ে যায়।

সর্বশেষ খবর