বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হেড-ডাউন শাস্তিতে ২৫ শিক্ষার্থী অসুস্থ!

কুমিল্লা প্রতিনিধি

হেড-ডাউন শাস্তিতে ২৫ শিক্ষার্থী অসুস্থ!

কুমিল্লার বুড়িচংয়ে চানাচুর চুরির অভিযোগে ৬০ শিক্ষার্থীকে হেড-ডাউন (মাথা নিচে পা উপরে) করে আধা ঘণ্টা শাস্তি দেন মাদ্রাসার সভাপতি ও শিক্ষকরা। এতে ২৫ জন শিক্ষার্থীর কারো বমি কারো নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে। ঘটনাটি ঘটে বুড়িচং উপজেলার শংকুচাইল আশ্রাফুল উলুম হাফেজিয়া নুরানীয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায়। পুলিশ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং আটক করে অভিযুক্ত সভাপতিসহ তিন শিক্ষককে। গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। আটকরা হলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বাদশা মিয়া, শিক্ষক মোতালেব, মিজানুর রহমান ও সফিকুল ইসলাম। বুড়িচং থানার ওসি জানান, এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা মামলা করেছেন। মামলার বিবরণে জানা যায়, শংকুচাইল আশ্রাফুল উলুম হাফেজিয়া নুরানীয়া ফুরকানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আল-আমিন (১০) কয়েকদিন ছুটি কাটিয়ে মায়ের সঙ্গে সোমবার বিকালে মাদ্রাসায় আসে। এ সময় আল-আমিনকে তার মা একটি চানাচুরের প্যাকেট কিনে দেন। ওই চানাচুরের প্যাকেটটি কে নিয়ে যায়। বিষয়টি আল-আমিন তার মাকে ফোনে জানায়। মা জানান মাদ্রাসার সভাপতি ও শিক্ষকদের। ওই দিন সন্ধ্যায় সভাপতি ও শিক্ষকরা চানাচুর চুরির দায়ে ৬০ শিক্ষার্থীকে হেড-ডাউন করে আধা ঘণ্টা শাস্তি দেন।

সর্বশেষ খবর