বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সব ভেদাভেদ ভুলে হবে দুর্গাপূজা

--- ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ধনি-গরিবের মাঝে কোনো দ্বন্দ্ব থাকবে না। সব ভেদাভেদ ভুলে শারদীয় দুর্গাপূজা হবে। গতকাল দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের উদ্যোগে ৪১টি পূজাম পে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মন্দিরে ২০ হাজার টাকা করে অনুদান  দেওয়া হয়। বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সায়েদুল ইসলাম ভূঁইয়া বকুল, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র খলিলুর রহমান টিপু মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্রচন্দ্র মন্ডল, মহসিনুল হক বাবু, কাজী জাদিদ আল রহমান জনি, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, জাকির হোসেন, মিন্টু রঞ্জন সাহা, মাহমুদুল হাসান ভূঁইয়া, সৈয়দ আ. আজিজ, জুয়েল আহমেদ, আলাউদ্দিন সরকার প্রমুখ।

সর্বশেষ খবর