শিরোনাম
বুধবার, ২১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘আলোক ফাঁদ’ কমাবে কীটনাশক ব্যবহার

দিনাজপুর প্রতিনিধি

‘আলোক ফাঁদ’ কমাবে কীটনাশক ব্যবহার

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় কৃষি বিভাগের পরামর্শে বসানো হচ্ছে ‘আলোক ফাঁদ’। রোপন করা আমন খেতে পোকা ও রোগ-বালাই যাতে আক্রমণ করতে না পারে এবং কি ধরনের পোকা রয়েছে তা নির্ণয় করে ব্যবস্থা নিতে কৃষি বিভাগ এ কাজ শুরু করেছে। এতে কৃষকের অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমছে। ফসল থাকছে অনেকটা বিষমুক্ত। ধানখেতে আলোক ফাঁদ স্থাপন করে পোকা দমনের পাশাপাশি পোকা আক্রমণ হলে কি ধরনের ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে প্রচার-প্রচারণা শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। এতে বলা হচ্ছে চাষাবাদে আর্থিক সাশ্রয়ের পাশাপাশি ভাল ফসল হওয়ায় কৃষককে লাভবান করবে ‘আলোক ফাঁদ’। আমন ধানসহ ফসল চাষে স্বল্প খরচে পরিবেশ বান্ধব ‘আলোক ফাঁদ’ ব্যবহারে ব্যাপক সফলতা এনে দেবে। কৃষকেরা এ ফাঁদ পদ্ধতিতে জেনে ফসলের পোকা দমন করতে পারবে। এতে কমবে কীটনাশক ব্যবহার। ফলে লাভবান হবেন কৃষক। গত সোমবার সন্ধ্যায় কাহারোল উপজেলার প্রতিটি ব্লকের জমিতে আলোক ফাঁদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগ জানায়, খেতের আইলে কোথাও পানিভর্তি পাত্রে, কোথাও কাগজের ওপড় আলো জ্বালিয়ে ধানে আক্রমণাত্মক বিভিন্ন পোকা ধরা হচ্ছে। কৃষকরা নিজে জমিতে পোকার উপস্থিতি দেখে আক্রমণের আগেই কোন ওষুধ প্রয়োগ করতে হবে-তা সহজেই নিরূপন করতে পারছেন। এতে কৃষকদের খরচ অনেকটা কমে আসছে এবং ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান বলেন, আলোক ফাঁদ প্রযুক্তি পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী।

সর্বশেষ খবর