বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

অধ্যক্ষের জামিন

স্বাস্থ্যখাতের কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ানসহ তিনজনের জামিন মঞ্জুর করেছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল দুপুরে বিচারক আমজাদ হোসেনের আদালতে হাজির হয়ে অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান, আফসানা ইসলাম কাকলী ও নজরুল ইসলাম আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করে।

-হবিগঞ্জ প্রতিনিধি

চাকরি জাতীয়করণ দাবি

ময়মনসিংহে শিক্ষক-কর্মচারীদের চাকরি সরকারি করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)। মঙ্গলবার নগরীর বিভাগীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।

-ময়মনসিংহ প্রতিনিধি

কৃষিঋণ বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়ার ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। গতকাল কোটালীপাড়া জনতা ব্যাংক কার্যালয়ে ঋণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ফরিদপুর অঞ্চলের মহাপরিচালক হাবিবুর হমান। ১৯ জন প্রান্তিক কৃষকের মধ্যে ২৭ লাখ টার ঋণ বিতরণ করা হয়। -গোপালগঞ্জ প্রতিনিধি

অবৈধ স্থাপনা উচ্ছেদ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। বুধবার সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এই অভিযান পরিচালনা করা হয়। -টাঙ্গাইল প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর