শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভৌতিক বিদ্যুৎ বিলে অতিষ্ঠ গ্রাহক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিদ্যুতের ভৌতিক বিল নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন গ্রাহক। এর ওপর রয়েছে লোডশেডিং। বার বার বিদ্যুৎ যাওয়া-আসার কারণে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহৃত ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বিকল হচ্ছে। এমন অচলাবস্থার মধ্যেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রয়েছে গ্রাহকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ। বৃহস্পতিবার বিকালে এক ঘণ্টার মধ্যে ১০ বারেরও বেশি বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে এই প্রতিনিধির ব্যবহৃত কম্পিউটারের পিসি আর কাজ করছে না। এ বিষয়ে জানানোর জন্য বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে ফোন করলে তিনি এই প্রতিনিধির সঙ্গে খারাপ আচরণ করেন। অভিযোগ আছে কয়েকদিন আগে ওই কর্মকর্তা একই আচরণ করেন তিনি দৈনিক দেশ রূপান্তরের নোয়াখালী প্রতিনিধি জামাল হোসেন বিষাদের সঙ্গেও। লক্ষ্মী নারায়ণপুর এলাকার বাসিন্দা আজাদুল ইসলাম অভিযোগ করেন- বিদ্যুতের কোনো সমস্যা হলে অভযোগ কেন্দ্রে ফোন দিলে কেউ রিসিভ করেন না। জেলা জজকোর্ট সড়কের ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, কোর্ট পাড়ায় ব্যবসা করি। প্রায় সময় বিদ্যুৎ না থাকায় ফটোকপি করা যায় না। আরও অনেক গ্রাহক ভৌতিক বিলসহ এমন অভিযোগ করেন বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে।

সর্বশেষ খবর