শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ভুয়া সনদে নিকাহ রেজিস্ট্রার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে ভুয়া সনদপত্রে নিকাহ রেজিস্ট্রার (কাজি) নিয়োগের অভিযোগ উঠেছে ইব্রাহিম খলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়োগের সময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কমলপুর জোলাই দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৯৯৯ সালে আলিম পাসের সনদপত্র জমা দিয়েছিলেন ইব্রাহিম।

কমলপুর জোলাই দারুল উলূম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হালিম জানান, আমাদের মাদ্রাসা থেকে ১৯৯৯ সালে ইব্রাহিম খলিল নামে কোন ছাত্র আলিম পাশ করেছে-এমন তথ্য তাদের কাছে নেই। আলিম পরীক্ষার ১৯৯৯ সালের টেবুলেশন শিট যাচাই করে ইব্রাহিম খলিল, পিতা-কাজী আলী আহমেদ, রোল- ১৪৮৪৫০, রেজি. ০১৭৫০৯/১৯৭৯ এই ধরনের তথ্য পাওয়া যায়নি। অভিযুক্ত কাজি ইব্রাহিম খলিল জানান, তিনি আলিম পরীক্ষা দেন নাই। তবে দাওরা পাসের সার্টিফিকেট সঠিক। মন্ত্রণালয় কাগজপত্র দেখে তাকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছে। বুড়িচং উপজেলার সাব-রেজিস্ট্রার রিয়াজুল ইসলাম বলেন, কাজি নিয়োগে বাধ্যতামূলক আলিম পাস হতে হবে।

সর্বশেষ খবর