শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

লঞ্চের কেবিনে লাশ

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ এমভি আব-এ-জমজম লঞ্চের দ্বিতীয় তলার স্টাফ কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। তরুণীর বয়স ১৮ থেকে ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। গতকাল দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে জমজম লঞ্চের স্টাফ কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়। -চাঁদপুর প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকেয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মরদাসাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রোকেয়া ওই গ্রামে এমেল হোসেনের স্ত্রী।

-আড়াইহাজার প্রতিনিধি

সংঘর্ষে প্রাণহানি

গলাচিপায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত কৃষক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। নিহতের নাম কাসেম মৃধা (৪৫)। তিনি গলাচিপা উপজেলার চর ওহাবের বাসিন্দা। জানা যায়, গলাচিপা উপজেলার চর ওহাব গ্রামে গত বুধবার ধানা কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫-১৬ জন অহত হন। গুরুতর আহত চরাজনকে প্রথমে গলচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাদের মধ্য থেকে তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কাসেম মৃধা ও বাবুল হাওলাদারকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। -গলাচিপা প্রতিনিধি

টঙ্গীতে বৃক্ষরোপণ কর্মসূচি

গাছ লাগাই পরিবেশ বাচাই এই ‘স্লোগানকে ধারন করে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে গাজীপুরের টঙ্গী ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে গতকাল বিকালে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন থানা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রজব আলী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, আহসান উল্লাহ, মহানগর ছাত্রলীগ নেতা রাজীব হায়দার সাদিম, আব্দুর রহমান, রেমন, মেহেদী, রুবেল ও নূরে আলম প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন গাছের চারা ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ করেন।

-টঙ্গী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর