শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক ইউনিয়নে ১৩০ কোটি টাকার উন্নয়ন

আবদুর রহমান টুলু, বগুড়া

সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নে প্রায় ১৩০ কোটি টাকার উন্নয়ন কাজ শেষ হওয়ার পথে। ২০১৬ সালে এই ইউনিয়নে সবশেষ নির্বাচন হয়। ওই নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রোস্তম আলী চেয়ারম্যান হন। তিনি দায়িত্ব পাওয়ার পর প্রয়াত এমপি আব্দুল মান্নানের প্রচেষ্টায় ওইসব উন্নয়নমূলক কাজ করেন। উন্নয়ন কাজের মধ্যে রয়েছে- রাস্তা কার্পেটিং, একাডেমিক ভবন ও আশ্রয়ণ প্রকল্প নির্মাণ, বাঙালি নদীর তিনটি পয়েন্টে নদী শাসন, নদীর ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা, কালভার্ট নির্মাণ, শতাধিক রোড লাইট স্থাপন, ৮০ পরিবারকে মাথাগোঁজার ঠাই করে দেওয়া, ৪১ ব্যক্তিকে ঘর নির্মাণ। এছাড়া এক হাজার ৮০০ পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আনা, এক হাজার ৩০০ পরিবারকে ভিজিএফের আওতায় আনা, আট হাজার পরিবারকে ১০ টাকা কেজিতে চালের সুবিধা প্রধান, সাত হাজার পরিবারকে করোনাকালীন অনুদান প্রদান, ৮২টি মসজিদ সংস্কার- উন্নয়ন ও রাস্তা হেয়ারিং করণ। ইউপি চেয়ারম্যান রোস্তম আলী জানান, গত প্রায় পাঁচ বছরে তার ইউনিয়নে প্রায় ১৩০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান জানান, গত পাঁচ বছরে ওই ইউনিয়নে সবচেয়ে বেশি কাজ হয়েছে। উপজেলা চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লিটন জানান, প্রয়াত এমপি জোড়গাছা ইউনিয়ন ছাড়াও পুরো উপজেলাকে  মডেল হিসেবে গড়ে তুলতে কর্মসূচি গ্রহণ করেছিলেন।

সর্বশেষ খবর