রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সড়কের জলাবদ্ধতায় মাছ শিকার

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

সড়কের জলাবদ্ধতায় মাছ শিকার

সড়কের জলাবদ্ধতায় মাছ শিকার করছেন স্থানীয়রা -বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর এলাকায় ভরাটের ফলে অস্তিত্ব হারিয়েছে প্রায় অধিকাংশ খাল। যেগুলো কোনোমতে টিকে আছে সেগুলোরও প্রবাহ নেই। বৃষ্টিতে প্রায় তলিয়ে যায় সড়ক ও অলিগলি। বেশি বৃষ্টিতে সদর এলাকার প্রায় সবকটি অলিগলি ও বেশ কিছু সড়ক বড় বড় খালে রূপ নেয়। এতে করে উপজেলা সদর এলাকাবাসীর জীবনে নেমে আসে সীমাহীন দুর্ভোগ। অনেকে এ জলাবদ্ধতায় কনুই জাল ও ঠেলা জাল নিয়ে মাছ শিকারে নেমে পড়েন। সূত্র মতে, শুক্রবার রাতে ভারী বর্ষণে পানিতে তলিয়ে যায় উপজেলা সদরের পুরো মাস্টারপাড়া। জলাবদ্ধ হয়ে পড়ে এলাকার প্রায় ৫০০ পরিবার। এ পানিতে এসে যুক্ত হয় আশপাশের তিনটি পুকুরের মাছ। গতকাল দিনভর পানি জমে থাকায় এলাকার প্রধান সড়কের ওপরে মাছ শিকারে মেতে ওঠেন স্থানীয়রা। এ দৃশ্য দেখলে যে কারও মনে হবে এটি একটি খাল। গোমতী নদীর পাড়ের মুরাদনগর কলেজপাড়া এলাকার বদ্দার বিল থেকে মাস্টারপাড়া পর্যন্ত একটি খাল ছিল। কালের বিবর্তনে এ খালের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। একটি ব্রিজ থাকার কারণে বোঝা যায় এখানে একটি খাল ছিল। স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান বলেন, প্রভাবশালীরা খাল দখল করে বাড়িঘর নির্মাণ করায় বর্তমানে এখানে খালের কোনো অস্তিত্বই নেই।  উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, খালের ওপর অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করার বিষয়টি নজরে এসেছে। যারা এসব খাল দখল করেছে আমরা তাদের একটি নামের তালিকা জেলায় পাঠিয়েছি। সেখান থেকে অনুমতি পেলে খাল উদ্ধার করা হবে।

সর্বশেষ খবর