রবিবার, ২৫ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মনোহরগঞ্জে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আকাশে মেঘ চমকালেই উপজেলার গ্রামীণ জনপদে বিদ্যুৎ চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস নিতে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি ব্যবসায়ী ও এলাকাবাসীর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, বিদ্যুৎ এখন আর যায় না মাঝে মাঝে আসে। মনে হয় বিদ্যুৎ কর্তৃপক্ষের ইচ্ছা-অনিচ্ছায় চলছে মনোহরগঞ্জের বিদ্যুৎ সরবরাহ। তারা আরও জানান, এর আগে তারা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় ছিল। তখন বিদ্যুৎ নিয়ে তাদের এতো ভোগান্তি পোহাতে হয়নি। বর্তমানে কুমিল্লা-৪ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবি জানান।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম সাখাওয়াত হোসেন জানান, প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘœ ঘটছে। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।

সর্বশেষ খবর