সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গ্রামবাংলার হা-ডু-ডু খেলা দেখতে ভিড়

দিনাজপুর প্রতিনিধি

গ্রামবাংলার হা-ডু-ডু খেলা দেখতে ভিড়

দিনাজপুরে হা-ডু-ডু খেলা দেখতে স্থানীয় লোকজন এভাবেই ভিড় করেন -বাংলাদেশ প্রতিদিন

করোনার এই সময়ে সাধারণ মানুষ বিনোদন ভুলতেই বসেছে। ঠিক এ মুহূর্তে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা মনের আনন্দকে বাড়িয়ে দিয়েছে এমনটাই বললেন খেলার কয়েকজন দর্শক। খেলা দেখতে উপচে পড়া মানুষের ভিড় লক্ষণীয় ছিল। দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকার ৯টি ওয়ার্ড নিয়ে ৯টি দল এই খেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকালে দিনাজপুরের হাকিমপুর পৌরসভার আয়োজনে ছোট জালালপুর গ্রামে এই হা-ডু-ডু খেলার উদ্বোধন করেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।খেলা দেখতে উৎসুক জনতা ভিড় করেছে।

উদ্বোধনকালে পৌর মেয়র জামিল হোসেন চলন্ত বলেন, খেলাধুলা চলমান থাকলে যুবসমাজ কখনো মাদকদ্রব্যের প্রতি আকৃষ্ট হবে না। এ সময় হাকিমপুর পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন, হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর