মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ডা. ফরিদুল হুদা রোড -বাংলাদেশ প্রতিদিন

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অধিকাংশ রাস্তারই বর্তমানে বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই এ সব সড়কের খনাখন্দে তৈরি হয় জলাবদ্ধতা। তখন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে মানুষ। জানা যায়, ১৮৬৮ সালে ব্রাহ্মণবাড়িয়া মিউনিসিপ্যালটি প্রতিষ্ঠিত হয়। চার বছর পরই রুপান্তরিত হয় পৌরসভায়। প্রায় সাড়ে ১৮ বর্গকিলোমিটারের এই পৌরসভায় বর্তমানে তিন লাখ মানুষের বাস। পৌর নাগরিকদের ট্যাক্স বাড়লেও বাড়েনি নাগরিক সুবিধা। সামান্য বৃষ্টি হলেই পৌরসভার সব রাস্তায় পানি জমে যায়। নিয়মিত ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় এই অবস্থার সৃষ্টি হয় বলে অভিযোগ পৌরবাসীর। এছাড়া অধিকাংশ রাস্তা ভাঙাচোরা থাকায় চলাচলে ভোগান্তিতে পড়তে হয় পৌরবাসীকে। প্রতিবছর দায়সারাভাবে রাস্তার সংস্কার হয়। কিন্তু মাস পেরুতেই রাস্তাাগুলো পুরানো চেহারায় ফিরে আসে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বিকল হচ্ছে যানবাহন। জাতীয় শ্রমিক ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম বলেন, পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট শোচনীয় ও যান চলাচলের অনুপযোগী। জেলা নাগরিক সমাজের সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন বলেন, পৌরসভার গুরুত্বপূর্ণ সব রাস্তারই অবস্থা কঙ্কালসার। পৌরসভার সচিব মো. শামসুদ্দিন বলেন, সড়কগুলোর সংস্কারের বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সর্বশেষ খবর