মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

‘শেখ হাসিনার জন্য দ্বীপেও পাকা সড়ক’

চরফ্যাশন প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের এমপি আবদ্ল্লুাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজ বিচ্ছিন্ন দ্বীপেও পাকা সড়ক। গ্রামীণ জনগোষ্ঠির জীবনযাত্রার মান উন্নয়নে গ্রামকে শহরে উন্নীত করার কাজ শুরু করেছে সরকার। কারণ, গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়।’ চরফ্যাশন উপজেলার দ্বীপ ইউনিয়ন কুকরি মুকরি ইউনিয়নে পাকা সড়ক ও পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গতকাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জ্যাকব বলেন, আওয়ামী লীগ ঘোষিত ‘আমার গ্রাম আমার শহর’ এ শ্লোগান এগিয়ে নিতে হলে গ্রামের উন্নয়ন করতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নে অপ্রতিরোধ্য। অধ্যক্ষ আবুল হাসেমের সভাপতিত্বে এ সময় এসএম মোর্শেদ, বিভূতি ভূষণ বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর