বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় অবৈধ পেট্রল পাম্পের ছড়াছড়ি

আবদুর রহমান টুলু, বগুড়া

বগুড়ায় অবৈধ পেট্রল পাম্পের ছড়াছড়ি

গাবতলী উপজেলায় বসতবাড়িতে পেট্রল পাম্প

বগুড়ার বিভিন্ন উপজেলায় অবৈধভাবে পেট্রল পাম্প তৈরি করে দেদার চলছে জ্বালানি তেল বিক্রি। এতে যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনুমোদনহীন পাম্পগুলো উচ্ছেদ করতে জ্বালানি তেলের ডিলার-ব্যবসায়ীরা বিভিন্ন দফতরে অভিযোগ করেও ফল পাচ্ছেন না। জানা যায়, বগুড়ার ১২ উপজেলার প্রতিটিতে ২-৩টি করে অবৈধ পেট্রল পাম্প রয়েছে। ওইসব পাম্পে সরকারি তেল কোম্পানির অনুমোদন না নিয়ে আন্ডার গ্রাউন্ড ট্যাংকি বসিয়ে চলছে জ্বালানি তেল বিক্রি। এ ক্ষেত্রে নেওয়া হয়নি জেলা প্রশাসকের অনাপত্তিপত্র ও বিস্ফোরক অধিদফরের অনুমতি। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি রয়েছে তেমনি বৈধ পাম্প মালিকরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবৈধভাবে গড়ে উঠা পাম্পগুলোর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ গাবতলী উপজেলার নারুয়ামালা বাজারে জামি ট্রেডার্স, কলেজ রোডে বিসমিল্লাহ ট্রেডার্স, নেপালতলী বাজারে মেসার্স সমীর অ্যান্ড সাফি ফিলিং স্টেশন, গোলাবাড়ি বাজারের মেসার্স নুরুল ইসলাম অ্যান্ড সন্স। এদের মধ্যে জামি ট্রেডার্স নিজ দোতলা বাড়ির নিচতলার এক পাশে দুটি ডিসপেন্সার বসিয়ে জ্বালানি তেল বিক্রি করছে। অথচ এলাকাটি একটি জনবসতিপূর্ণ। একই অবস্থা বিসমিল্লাহ ট্রেডার্সেরও। বিষয়টিকে নিয়ে গাবতলী উপজেলার পদ্মা অয়েল কোম্পানির কয়েকজন ডিলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, তেল কোম্পানি বরাবর অভিযোগ করেছেন। জামি ট্রেডার্সের প্রো. আবু বকর সিদ্দিক জানান, তিনি এখনো অনুমোদন পাননি। অনুমোদনের জন্য পদ্মা অয়েল কোম্পানিতে আবেদন করেছেন। পদ্মা অয়েল কোম্পানির বগুড়ার সহকারী মহাব্যবস্থাপক মজিবুর রহমান জানান- কয়েকটি পেট্রল পাম্পের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে।

সর্বশেষ খবর