বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

গ্যাস লাইন বিতরণে নৈরাজ্য

ভালুকা প্রতিনিধি

ভালুকা তিতাস গ্যাস অফিসে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ভালুকা জোনাল বিপণন অফিসের আওতাধীন এলাকায় গ্যাসের লাইন নিয়ে নৈরাজ্য চলছে। রাস্তা কেটে বিপজ্জনকভাবে পাতলা প্লাস্টিকের পাইপ টেনে গ্যাসের অবৈধ সংযোগ দেওয়া হয়েছে বাসা-বাড়িতে। এ ধরনের সংযোগ শিল্প কারখানায়ও দেওয়া হচ্ছে। অবৈধভাবে বসানো এসব লাইনের কারণে গ্যাস চুরি ছাড়াও দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। গ্যাস লিকেজের বিষয়ে অভিযোগ করলে বা মিটারের নাম পরিবর্তন করতে চাইলে অতিরিক্ত টাকা নেওয়া হয়। টাকা না দিলে করা হয় হয়রানি। অভিযোগে জানা গেছে, ভালুকা জোনাল অফিসের আওতায় ২০ হাজার থেকে লাখ টাকায় অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ায় গত কয়েক বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিতাস গ্যাসের একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারী, ঠিকাদার, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এসব অবৈধ সংযোগ থেকে এককালীন টাকা পাচ্ছে একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী। এককালীন টাকা নেওয়ার পাশাপাশি মাসিক বিল নিচ্ছে একটি চক্র। উপরের চাপে কোথাও লাইন কাটা হলেও স্থানীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে কিছুদিন পরই আবার অবৈধ সংযোগ নেওয়া হচ্ছে। যার জন্য সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ভালুকা জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ দেলুয়ার হোসেন বলেন, ‘লিখিত আবেদন ছাড়া আমি কোনো বক্তব্য দিবো না।’

সর্বশেষ খবর