বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

নদী ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া বাঘারহাট এলাকাকে নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে এলাকার কয়েক হাজার নারীপুরুষ নদী তীরে মানববন্ধন করেছে। গতকাল সকালে  প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ওই মানববন্ধনে এলাকার ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান কলেজ অধ্যক্ষ মো. রুহুল আমিন মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহআলম হাওলাদার, যুগ্ম সম্পাদক ওমর ফারুক গাজী, স্কুল প্রধান শিক্ষক আব্দুল হামিদ বাগাসহ এলাকাবাসী অংশ নিয়েছেন। এ সময় বক্তারা জানান, পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে নদী ভাঙনের শিকার হয়েছেন তারা।

ইতোমধ্যে বেশ কয়েকটি বাড়িঘর নদীগর্ভে চলে গেছে। হুমকির মুখে রয়েছে শত বছরের ঐতিহ্যবাহী পাঙ্গাশিয়া বাগারহাট বাজার, পাঙ্গাশিয়া হাইস্কুল, একটি সকরারি প্রাইমারী স্কুল, দাখিল মাদ্রাসা, দুটি মসজিদসহ কয়েক শত পরিবার। ভাঙনকবলিত ওই এলাকায় সিসিব্লক দিয়ে স্থায়ীভাবে নদী ভাঙন রোধের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী।

পানি উন্নয়ন বোর্ড জানায় এর আগে জিও ব্যাগ দিয়ে ওই এলাকার একাংশ রক্ষার চেষ্টা করা হয়েছিল। চলতি বছর প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলে পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর