বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

হলদিবাড়ি-চিলাহাটি লাইনে বাংলাদেশের রেল ইঞ্জিন ট্রায়াল

নীলফামারী প্রতিনিধি

বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি রেল পথ সংযোগের স্থাপন কাজ শেষে ভারত সীমান্তে বাংলাদেশের একটি রেল ইঞ্জিন ট্রায়াল সম্পন্ন হয়েছে। গতকাল চিলাহাটি রেল স্টেশন থেকে বিশেষজ্ঞ দল একটি ইঞ্জিন নিয়ে ভারত সীমান্ত ছুয়ে থেমে যায়। সেখানে ভারতের বিশেষজ্ঞ দল উপস্থিত ছিল। এরআগে গত ৮ অক্টোবর ভারতের বিশেষজ্ঞ দল রেল ইঞ্জিন বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ট্রায়াল করে। সব ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উৎযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ লাইনে ট্রেন উদ্বোধন করবেন।

সর্বশেষ খবর