শিরোনাম
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

এক পলক

এক পলক

আর্থিক সহায়তা পেলেন ৩৩ গণমাধ্যমকর্মী

করোনাকালীন ক্ষতিগ্রস্ত হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেয়েছে লক্ষ্মীপুরের ৩৩ জন গণমাধ্যমকর্মী। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে প্রত্যেককে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া।

-লক্ষ্মীপুর প্রতিনিধি

কারখানাকে জরিমানা

গাজীপুরে পরিবেশ দূষণের দায়ে সীসা তৈরির কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার আশরাফ উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-গাজীপুর প্রতিনিধি

সাপের দংশনে মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকায় গতকাল সাপের দংশনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত জহুরা বেগম (৪০) ওই এলাকার কলিম উদ্দিনের স্ত্রী। এলাকাবাসী জানান, দুুপুরে জহুরা পরিবারের জন্য খাবার তৈরি করছিলেন। এ সময় বিষধর সাপ তার পায়ে দংশন করে।

-কালিয়াকৈর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর