বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

রোগীর পেটে গজ রেখে সেলাই!

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর শিলমুন এলাকার একটি হাসপাতালে প্রসূতির পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রসূতি মাহমুদা আক্তারকে গুরুতর অবস্থায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী গতকাল হাসপাতালের পরিচালক রুহুল আমিন ও ডা. আহসানা আক্তার তারার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ দেন। মাহমুদার স্বামী আলকাছ জানান, গত ১৮ আগস্ট তার প্রসব ব্যথা শুরু হলে টঙ্গীর ক্যাথারসিস হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা দ্রুত সিজারের পরামর্শ দেন। পরে ডা. আহসানা আক্তার মাহমুদার সিজারিয়ান অপারেশন করেন। বাড়ি যাওয়ার কিছুদিন পর অপারেশনের স্থানে ইনফেকশন দেখা দেয়। পুনরায় ক্যাথারসিস হাসপাতালে নিলে চিকিৎসকরা ড্রেসিং করে দেন। গত সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক অপারেশন করে পেট ভিতর থেকে গজ বের করেন। বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে ক্যাথারসিস মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. আহসানা আক্তার তারা বলেন, আমাদের চিকিৎসায় কোনো ত্রুটি ছিল না। পেটের ভিতর এতোদিন গজ থাকলে রোগী বাঁচার কথা নয়। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। হাসপাতাল পরিচালক বলেন, রোগীর স্বজনরা এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। আমাদের বিরুদ্ধে অভিযোগ করার পেছনে রহস্য রয়েছে।

সর্বশেষ খবর