শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

আখাউড়ার মাছ যাচ্ছে বিদেশে

মোশাররফ হোসেন বেলাল, ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ার মাছ যাচ্ছে বিদেশে

ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন স্থানের চাহিদা মিটিয়ে আখাউড়ার মাছ যাচ্ছে বিদেশে। পুকুর, খাল, বিল ও ফসলি জমিতে বাঁধ দিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে বছরে ৪ চার হাজার ৫২১ মেট্রিক টনের বেশি মাছ উৎপদন করছেন স্থানীয় খামারিরা। এ মাছ রফতানি করে লাভবান হচ্ছেন তারা। উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, আখাউড়ায় ১০২ দশমিক ১১ বর্গ কিলোমিটার আয়তনের মধ্যে ছোট-বড় পুকুরসহ প্রজেক্ট রয়েছে দুই হাজার ৭৫টি। এছাড়া ১৩টি বিল, তিনটি নদী, তিনটি খাল ও প্লাবন ভূমি রয়েছে আটটি। উপজেলায় মাছের চাহিদা রয়েছে তিন হাজার ৪৯৮ মেট্রিক টন। আর উৎপাদন হচ্ছে চার হাজার ৫২১ মেট্রিক টনের বেশি। উদ্ধৃত থাকছে এক হাজার ২৩ মেট্রিক টন। প্রতিদিন ভোরে পৌর শহরের বড় বাজার মাছের আড়তে ৩০০-৩৫০ মণ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়। দুই শতাধিক পাইকার ও খুচরা বিক্রেতা এখান থেকে নিয়মিত মাছ কিনেন। এক আড়তদার এ উপজেলায় উৎপাদিত মাছ ভারতেও রফতানি হচ্ছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আখাউড়ায় বাণিজ্যিকভাবে মাছ চাষে বিপ্লব ঘটে চলছে।

সর্বশেষ খবর