রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চার বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ

নীলফামারী প্রতিনিধি

চার বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ

নীলফামারীর কিশোরগঞ্জে নির্মাণাধীন পারঘাট সেতু -বাংলাদেশ প্রতিদিন

জেলা সদরের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার যোগাযোগ স্থাপনকারী পারঘাট সেতুটি চার বছরেও নির্মিত হয়নি। চাড়ালকাটা নদীর ওপর এ সেতুটি নির্মিত না হওয়ায় দুই এলাকার হাজারো মানুষের নদী পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। এতে একদিকে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ অন্যদিকে নষ্ট হচ্ছে অর্থ। অপচয় হচ্ছে সময়। ঠিকাদারের উদাসীনতা আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতায় সেতুর নির্মাণ কাজ ঝুলে আছে বলে অভিযোগ স্থানীয়দের। এ বিষয়ে জানতে চাইলে সরকারি নির্দেশনার অজুহাত দেখিয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা যায়, চাড়ালকাটা নদীর পারঘাটে ২৫২ দশমিক তিন মিটার দৈর্ঘ্যরে সেতু নির্মাণে ২০১৭ সালের ২ মে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়। এ কাজের ব্যয় ধরা হয়েছিল ১২ কোটি ৮৭ লাখ ৮৯ হাজার ৫৩৪ টাকা। ২০১৮ সালের ২৮ জুনের মধ্যে নির্মাণ কাজ শেষ করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগকে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু চার বছরেও কাজের অগ্রগতি মাত্র ৩০ ভাগ।  এলাকাবাসী জানান, এ সেতুটি নির্মিত হলে নীলফামারী সদরের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার দূরত্ব কমে যেত ১০ কিলোমিটার। এতে মানুষের দুর্ভোগ লাঘব হওয়ার পাশাপাশি প্রসার ঘটত ব্যবসা বাণিজ্যের।

সর্বশেষ খবর