রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নবনির্বাচিত চেয়ারম্যানসহ ১৫৫ জনের নামে মামলা

সরকারি কাজে বাধা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা এমাদ উদ্দিন খানকে প্রধান করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে থানার সেকেন্ড অফিসার নূর হোসেন বাদী হয়ে এ মামলা করেন। পুলিশ সূত্র জানায়, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত দশঘর ইউপি নির্বাচনের দিন নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সরকারি কাজে বাধা, ব্যালট বাক্স ও সরঞ্জামসহ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা, নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ ভাঙচুরের অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ১২০ জনকে। মামলার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি শামীম মুসা জানান, আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত। উল্লেখ্য, ১৭ বছর পর দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে চেয়ারম্যান হন বিএনপি মনোনীত প্রার্থী এমাদ উদ্দিন খান।

সর্বশেষ খবর