রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বিষমুক্ত ফসল উৎপাদনে ব্যাপক সাড়া

ব্যস্ত সময় পার করছেন ৫০০ কৃষক-কৃষানি

দিনাজপুর প্রতিনিধি

বিষমুক্ত ফসল উৎপাদনে ব্যাপক সাড়া

কীটনাশক ছাড়াই পরিবেশবান্ধব কৌশলে সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনা (আইপিএম) পদ্ধতিতে নিরাপদ ফসল উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন প্রশিক্ষণপ্রাপ্ত ৫০০ কৃষক-কৃষানি। রংপুর বিভাগের একমাত্র দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউপিকে মডেল আইপিএম ইউনিয়ন বাস্তবায়নে কাজ করছেন তারা।

প্রকল্প বাস্তবায়নে কৃষি বিভাগ কৃষক-কৃষানিদের প্রশিক্ষণ ও উপকরণ দিয়ে সহায়তা করছে। এই পদ্ধতি কৃষকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় স্বল্প খরচে কীটনাশক ছাড়াই বিষমুক্ত সবজি চাষ করতে পেরে কৃষকরাও খুশি। কৃষি বিভাগ জানায়, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে সাতোর ইউনিয়নে আইপিএম প্রকল্পের আওতায় বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদন শুরু হয়েছে। মাঠের পর মাঠ ভরে গেছে এই পদ্ধতিতে চাষ করা ফুলকপি, বেগুন, টমেটো, লাউ খেতে। ফসল অনুযায়ী কৃষকদের উপকরণ হিসেবে জৈব সার, বিএসএফবি ফেরোমন ফাঁদ, জৈব বালাইনাশক বায়োটিন, কে মাইট, ইকো ম্যাক, স্পোডো এনপিভি, হলুদ আঠালো ফাঁদ, কিউ ফেরোমন ফাঁদ, স্পোডো ফেরোমন ফাঁদ প্রদান করছে কৃষি বিভাগ। বীরগঞ্জ কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাসেম আলী জানান, প্রতি সদস্যের ২০ শতাংশ জমি নিয়ে প্রতিটি দলে ৫ একর জমিতে সারা বছর আইপিএম পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন হবে। একেকটি দলে ২৫ জন করে মোট ২০ দলে প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে কৃষক-কৃষানিরা কাজ করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান জানান, পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদন প্রকল্পের আওতায় রংপুর বিভাগের একমাত্র দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়নকে আনা হয়েছে। কৃষি বিভাগের কর্মকর্তারা চাষিদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন।

সর্বশেষ খবর