রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

টাঙ্গন নদীর ভাঙনে হুমকির মুখে ৫০০ পরিবার

ঠাকুরগাঁও প্রতিনিধি

টাঙ্গন নদীর ভাঙনে হুমকির মুখে ৫০০ পরিবার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভাঙনকবলিত বসতভিটা -বাংলাদেশ প্রতিদিন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে কোষাবন্দর গ্রামের পাঁচ শতাধিক পরিবার। সরেজমিনে দেখা যায়, উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত টাঙ্গন নদীর ভাঙনে চলাচলের রাস্তা, গাছপালা, বিদ্যুতের খুঁটিসহ বেশকিছু বসতভিটা এরই মধ্যে বিলীন হয়ে গেছে। স্থানীয়রা জানান, ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ জনপ্রতিনিধি, ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিতে সরকারি দফতরসহ বিভিন্ন স্থানে ধরনা দিয়েছি কিন্তু কাজের কাজ হয়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান  গোলাম মোস্তফা বলেন, প্রতি বছরই বর্ষায় নদীর পাড় ভাঙে। এরই মধ্যে ওই এলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তা, গাছপালা, কয়েকটা বাড়ি নদীতে হারিয়ে গেছে। বৃষ্টি হলেই এলাকাবাসী আতঙ্কে থাকে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা, জেলা প্রশাসনসহ বিভিন্ন দফতরকে জানানো হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, গত বন্যায় ওই এলাকায় বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাড়ি নদীতে বিলীন হয়ে  গেছে। জেলা পউবোর নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, টাঙ্গন নদীর তীর রক্ষায় চারটি প্রকল্প প্রস্তুত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর