রবিবার, ১ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

সাঘাটায় ভিক্ষুকের দোয়া অনুষ্ঠানে মানুষের ঢল

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ভিক্ষুক আইয়ুব গত ২০ সেপ্টেম্বর মারা যান। নম্র স্বভাবের জন্য সাঘাটা ও ফুলছড়ি উপজেলার সাধারণ মানুষ তাকে ভালোবাসতেন। গত শুক্রবার ভরতখালি ইউনিয়নে আইয়ুবের দোয়া অনুষ্ঠানে মানুষের ঢল নামে। দোয়া অনুষ্ঠান উদ্বোধন করেন গাইবান্ধা-৫ আসনের এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

এলাকাবাসী জানান, বহু বছর ধরে আইয়ুব দ্বারে দ্বারে ঘুরে ‘একটা টাকা দে, মুই ভাত খামো’ বলে ভিক্ষা করতেন। তার জন্ম কোথায়, কি পরিচয় তা কেউ জানে না। মানুষের ভালোবাসায় এই এলাকা ছেড়ে সে আর কোথাও যায়নি। তার মৃত্যুর পর ভরতখালির সাধারণ মানুষ এগিয়ে আসেন। কেউ কাফনের কাপড়, কেউ বাঁশ, কেউ আগরবাতি আনেন। ভরতখালির উত্তরউল্যা কেন্দ্রীয় গোরস্তানে তার দাফন হয়। এলাকাবাসী তার মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্টার ছাপান। আর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী মৃত্যুর চল্লিশ দিন পর মজলিস সম্পন্ন করা হয়।

সর্বশেষ খবর