সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
সোনাতলায় অবৈধ বালু উত্তোলন

হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

বগুড়ার সোনাতলায় শ্যালো মেশিন দিয়ে পাকুল্লার মির্জাপুর এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে শত বছরের ঐতিহ্য পাকুল্লা জামে মসজিদসহ বিস্তীর্ণ এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। ফলে অবৈধ বালু উত্তোলনে যমুনা নদীতে ভাঙনের সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়াও বালু ব্যবসায়ীরা এমন কার্যক্রম চলমান থাকায় এ উপজেলায় দিন দিন ফসলী জমির পরিমাণ কমে যাচ্ছে। এসব জমিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এভাবে বালু উত্তোলনের কাজ অব্যাহত থাকলে এক সময়  উপজেলায় আবাদী জমি থাকবে না। উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন করায় মাটির নিচ থেকে বালির স্তরসহ পানি উঠে আসে। এতে মাটির নিচে বিশাল গর্তের সৃষ্টি হয়। যেকোন সময় ওই স্থানের আশে পাশের এলাকা ভূমিধসের ঘটনা ঘটতে পারে। ইউএনও সাদিয়া আফরিন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর