সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

তিন আসামি তিন দিনের রিমান্ডে

বাবা-মা ও ছেলেকে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

তিন আসামি তিন দিনের রিমান্ডে

কিশোরগঞ্জের কটিয়াদীতে তিন খুনের ঘটনায় গ্রেফতার তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুন নুর রিমান্ডের এ আদেশ দেন। আদালত সূত্রে এসব জানা গেছে। আসামিরা হলেন নিহত আসাদের মা কেওয়া খাতুন (৬৫), আসাদের বোন নাজমা আক্তার (৪২) ও ভাগ্নে আল আমিন (৩৫)। এর আগে গত শনিবার বিকালে নিহত আসাদের ছোট ভাই আসামি দীন ইসলাম (৪০) একই আদালতে দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেন। আসামি দীন ইসলামের স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার জানান, পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধেই মূলত তিন খুনের ঘটনা ঘটেছে। গত বুধবার রাতে দীন ইসলাম বাড়িতে প্রথমে তার ভাবি পারভিনকে খুন করে। পরে তার ভাতিজা লিয়ন বাড়িতে এলে তাকেও খুন করে। পরে বাড়ির পাশেই মাটি খোঁড়ার সময় তার ভাই আসাদ বাড়িতে এলে তাকেও খুন করে। পরে একটি গর্তে সবাইকেই মাটি চাপা দেয়। আসাদ ও পারভিনের দুটি মোবাইল ফোনও গর্তে রেখে দেয় সে। তিনটি খুন ও গর্তে লাশ রাখার ঘটনা বাড়ির নিকটাত্মীদের কেউ কেউ দেখেছে বলেও পুলিশ সুপার জানিয়েছেন। এ ঘটনায় গ্রেফতার তিন আসামিকে গত শনিবার বিকালে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুন নূর গতকাল রিমান্ড শুনানির দিন ধার্য করে। পরে তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, কটিয়াদী উপজেলার জামষাইট গ্রামে নিজ বাড়ির আঙিনা থেকে গত বৃহস্পতিবার রাতে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত আসাদের বড় ছেলে তোফাজ্জল গত শুক্রবার রাতে কটিয়াদী থানায় হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর