সোমবার, ২ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বাঁশজানী সীমান্তে বাংলাদেশি এক মাদক ব্যবসায়ী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। গতকাল সকালে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী সীমান্তে এ ঘটনা ঘটে। পাথরডুবি ইউনিয়নের ইউপি সদস্য এরফান আলী জানান,বাঁশজানী গ্রামের মৃত করিমের ছেলে শিপন মিয়া (২৮) ভারতের দীঘলটারী সীমান্ত পথে অবৈধভাবে অনুপ্রবেশ করে। এ সময় ভারতীয় দীঘলটারী সীমান্তের বিএসএফ ক্যাম্পে টহলরত সদস্যরা শিপনের চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে ধরে নিয়ে যায়। আটককৃত শিপন একজন অটো রিকশাচালক।  পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে স্থানীয়রা জানায়। এ ব্যাপারে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল  মোহাম্মদ জামাল হোসেন জানান, শিপনকে মদ, গাঁজা এবং মাদকদ্রব্যসহ বিএসএফ ভারতীয় অংশে আটক করে।

সর্বশেষ খবর