মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বন্ধ সময়ে স্কুলের বেতনের নোটিসে ক্ষুব্ধ অভিভাবক

নেত্রকোনা প্রতিনিধি

করোনাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালীন সময়ে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বেতন-ভাতা প্রদানের নোটিস দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা। পয়লা নভেম্বর অনলাইনে এই নোটিস জারি করলে অভিভাবক মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শাহীনুর আলম, মালিহা বেগমসহ অভিভাবকরা অভিযোগ করে বলেন, স্কুল বন্ধে টিউশন ফি, কম্পিউটার চার্জ, অত্যাবশকীয় চার্জ এগুলো হয় কী করে। এসব দেখিয়ে নানা ছলচাতুরি করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টাকা হাতিয়ে নিচ্ছে। এই করোনায় নিজেরাই চলতে পারছেন না। সেখানে স্কুলের বেতন- ভাতা কোথা থেকে দেবেন। অনেক অভিভাবক কাজের জন্য অথবা স্কুল বন্ধের জন্য রয়েছেন দূর-দূরান্তে। এই অল্প সময়ে তারা কী করে আসবেন। টাকা দেবেন। প্রতিদিন তারা স্কুলে বসে খাবার খান। এই খরচ, সেই খরচ দেখান। আনলাইনেও সঠিকভাবে ক্লাস নিচ্ছেন না।

সর্বশেষ খবর