শিরোনাম
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বাঁধ নির্মাণ বন্ধে অনশন

দিনাজপুর প্রতিনিধি

বাঁধ নির্মাণ বন্ধে অনশন

নবাবগঞ্জ জাতীয় উদ্যানে বাঁধ নির্মাণের প্রতিবাদে অনশন -বাংলাদেশ প্রতিদিন

দিনাজপুরের নবাবগঞ্জে জাতীয় উদ্যানের ভিতরে আশুড়ার বিলের পূর্ব প্রান্তে বাঁধ নির্মাণ প্রকল্প বন্ধের দাবিতে অনশন করছেন স্থানীয় এলাকাবাসী। তারা বাঁধের উপরে গত দুইদিন ধরে শান্তিপূর্ণ অনশন করে আসছেন। খোলা জায়গায় সামিয়ানা টাঙ্গিয়ে শতাধিক নারী-পূরুষ অনশন করছেন। আশুড়ার বিলের ভুক্তভোগী ধান চাষিগণের ব্যানারে এ গণঅনশন চলছে। আশুড়ার বিলে ১৯ শত হেক্টর আবাদি জমির ফসল উৎপাদন বন্ধ করে জাতীয় উদ্যানের জন্য বাঁধ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ প্রকল্প বন্ধ করার দাবিতে গোলাপগঞ্জ ইউপির হরিপুর এলাকাসহ বিরামপুরের খাঁনপুর এলাকার ধান চাষ করতে করতে না পারায় চাষিগণ ওই অনশনে অংশ নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার জানান, অনশনকারীগণ যে জমির দাবি করছেন। সে জমি সরকারি সম্পদ ও খাস জমি। এর আগে গত শুক্রবার বিকালে বাঁধের কিছু ভাঙা অংশ মেরামত করতে সরকারের পক্ষে ভেকু মেশিন যায় সেখানে। এতে এলাকাবাসী বাঁধা দেন। তারা ভেকু মেশিন ফিরিয়ে দেন। জানা যায় দিনাজপুর পানি উন্নয়ন বোর্ড ২০১৮-১৯ অর্থ বছরে ১৮ লক্ষাধিক টাকা ব্যয়ে আশুড়ার বিলে ওই ক্রস ড্যামটি নির্মাণ করেছেন। পরে বাঁধের দু’ধারে মাটি দিয়ে বাঁধ নির্মাণ শেষ হয়। চলতি বছরের জানুয়ারি মাসেও ওই বাঁধের ভাঙা অংশে মাটি ভরাট করতে গিয়ে প্রশাসন বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে বিএডিসির পক্ষে একটি মামলাও দায়ের  হয়েছিল।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর