মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

১০ কোটি টাকায় ১৩ স্কুল ভবন নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

১০ কোটি টাকায় ১৩ স্কুল ভবন নির্মাণ

১০ কোটি টাকায় ১৩ স্কুল ভবন নির্মাণ কাজ সমাপ্ত

বগুড়ার সোনাতলায় ১৩ প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকট দূর হতে চলেছে। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে এসব প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। ফলে স্কুল ভবন সংকট দূর হবে। পাশাপাশি শিক্ষার আধুনিক পরিবেশ তৈরি হবে। এসব স্কুলগুলো হচ্ছে, আমলীতলা মডেল প্রাথমিক বিদ্যালয়, হলিদাবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুজাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিগদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিচারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। দৃষ্টি আর্কষণ করা হলে সোনাতলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সাহা বলেন, কিছুদিন আগে এসব স্কুল ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমান সরকার শিক্ষা সহায়ক সরকার। এই সরকারের শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এতে করে শিক্ষার মান বৃদ্ধি পাবে। পাশাপাশি ভবন সংকট দূর হবে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।   উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইমরান জানান, ২০১৯-২০ অর্থবছরে সোনাতলা উপজেলার বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে। আধুনিকভাবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাগ্রহণের বিষয়গুলো মাথায় রেখে নির্মাণ কাজ শেষ হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর