বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

‘ধর্ষণ দুর্নীতি ও মাদক সন্ত্রাসকে না বলার শপথ’

লক্ষ্মীপুর প্রতিনিধি

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অব্যাহত অগ্রগতি ধরে রাখতে ধর্ষণ, দুর্নীতি ও মাদক, সন্ত্রাসকে না বলার শপথ করেছেন লক্ষ্মীপুরের হাজারো মুজিব আদর্শের সৈনিক। জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল বিকালে সদর উপজেলা পরিষদের হলরুমে আমরা ক’জন মুজিব সেনা জেলা শাখা কর্তৃক আয়োজিত বক্তৃতা প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠানে এ শপথ করা হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীসহ স্থানীয় বিপুল সংখ্যক আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক নেতা-কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় ৪ নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 পরে শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পাকিস্তানের দালালরা বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার ধারাবাহিকতাই কারাগারে জাতীয় ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে দেশকে নেতৃত্বশূন্য ও স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করেছিল। সেই ষড়যন্ত্র এখন আবার নতুন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে চলছে। তাই সবাইকে সজাগ ও সচেতন হয়ে তা মোকাবিলার অহ্বান জানান বক্তারা।

সর্বশেষ খবর