বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

চার কিমি সড়কে ভোগান্তি ১০ গ্রামের মানুষের

টাঙ্গাইল প্রতিনিধি

চার কিমি সড়কে ভোগান্তি ১০ গ্রামের মানুষের

টাঙ্গাইলের সখীপুর উপজেলার দক্ষিণ ঘাটেশ্বরী-নয়া পাড়া সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিন ১০ গ্রামের মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষা এলেই চার কিলোমিটার দীর্ঘ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে ভুক্তভোগীরা সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও সুফল মেলেনি। একটি রাস্তার অভাবে স্থানীয় কৃষক, পোল্ট্রি খামারিসহ অন্য ব্যবসায়ীরা তাদের পণ্যসহ মালামাল নিয়ে বিপাকে পড়ছেন। জানা যায়, সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের দক্ষিণ ঘাটেশ্বরী-নয়া পাড়া সড়কটি দিয়ে ঘাটেশ্বরী, আমবাগ, খোলাবাড়ী, দোপারচালা, নয়াপড়াসহ ১০ গ্রামের ৮-১০ হাজার মানুষ প্রতিদিন টাঙ্গাইল শহর ও সখীপুর উপজেলা শহরে যাতায়াত করেন। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি সামান্য বৃষ্টিতে কাদা-পানিতে একাকার হয়ে যায়। তখন কোনো যানবাহন তো চলেই না, হেঁটে যাতায়াতও অসম্ভব হয়ে পড়ে। ওই সড়কে চলাচলকারী আমিনুল ইসলাম, মাহবুব আলম, আবুল কালামসহ একাধিক ব্যক্তি বলেন, সড়কটি পাকাকরণ আমাদের প্রাণের দাবি। প্রতিশ্রুতি দিয়ে জনপ্রতিনিধিরা বারবার ভোট নেন। পরবর্তীতে আর তাদের খোঁজ থাকে না। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। তিনিও রাস্তাটি দ্রুত পাকাকরণের দাবি জানান। উপজেলা উপ-সহকারী প্রকৌশলী ফরিদ আহম্মেদ জানান, সড়কটি পাকাকরণ কাজ প্রজেক্টের আওতায় নেওয়া হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

সর্বশেষ খবর