বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

অবৈধ অ্যাসিড বিক্রি!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

অ্যাসিড নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জ শহরের এক দোকানে নাইট্রিক ও সালফিউরিক এসিড বিক্রির অভিযোগ উঠেছে। এই অভিযোগ অস্বীকার করেছেন দোকান মালিক মহির উদ্দীন।

জানা যায়, ২০০৯ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের অফিস থেকে অ্যাসিড বিক্রির লাইসেন্স নিয়ে ব্যবসা করে আসছিলেন ‘মেসার্স ফয়সাল ব্যাটারির’ মালিক মহির উদ্দীন। লাইসেন্সে সর্বোচ্চ ১ হাজার ২০০ কেজি অ্যাসিড মজুদের উল্লেখ রয়েছে। কিন্তু অতিরিক্ত অ্যাসিড মজুদ করে বিক্রি করছিলেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত ৩ জুন পুলিশ মেসার্স ফয়সাল ব্যাটারি দোকানে অভিযান চালায়। জব্দ করা হয় ৭ হাজার ৭০ লিটার নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড। অভিযানকালে আটক হন মহির উদ্দীনসহ দুজন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেন। মামলাটি বিচারাধীন রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর