বুধবার, ৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা
ইউএনও কার্যালয়ে হামলা

উদ্বিগ্ন কর্মকর্তা কর্মচারী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তার কার্যালয়ে চলতি বছর অন্তত পাঁচবার হামলা হয়েছে। একটি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে উঠছে তারা। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, গত ১০ জানুয়ারি এক অনুষ্ঠান চলাকালে শিবগঞ্জ উপজেলা চত্বরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত ২০ নেতা-কর্মী। তখন পুলিশ গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর গত ৬ মার্চ উপজেলার হাট-বাজার ও ফেরিঘাট ইজারার দরপত্র দাখিলের সময় সংঘর্ষ হয়। দরপত্র জমাদানে বাধা দেওয়ায় সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

সর্বশেষ খবর