বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে কিশোর অপরাধ

এক বছরে ৪১ জনের বিরুদ্ধে মামলা, অনেকে আছে কিশোর উন্নয়ন কেন্দ্রে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে কিশোর অপরাধ। গত এক বছরে জেলায় বিভিন্ন অপরাধে ৪১ কিশোর-কিশোরীর বিরুদ্ধে মামলা হয়েছে। কেউ কেউ পলাতক থাকলেও অধিকাংশ কিশোর-কিশোরীরা রয়েছে জামিনে। আবার অনেককে পাঠানো হয়েছে কিশোর উন্নয়ন কেন্দ্রে। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক ও সামাজিক অনুশাসনের অভাবের পাশাপাশি মাদকের থাবা, সংস্কৃতি চর্চার ঘাটতি, আর্থিক সংকট, ভার্চুয়াল জগতের নেশায় আত্মকেন্দ্রিক হয়ে উঠার কারণেই অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। কিশোর অপরাধ বাড়ার পেছনে ‘বড় ভাই’ নামক গ্যাং লিডাররাও অনেকটা দায়ী। এ সব বড় ভাইয়েরা নিজেদের স্বার্থ উদ্ধারে কিশোরদের ব্যবহার করছে। উঠতি বয়সি তরুণরা ক্ষমতার সংস্পর্শে এসে হয়ে উঠছে বেপোরোয়া। জেলা পুলিশের তথ্যমতে, গত এক বছরে ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতিসহ ৪১টি মামলা হয়েছে। এ সব অপরাধে ৩১ জন কিশোর জামিনে আছে। কিশোর উন্নয়ন কেন্দ্রে রয়েছে ছয়জন। অভিভাবকরা জানান, যে হারে কিশোর অপরাধ বাড়ছে তা সবাইকে ভাবিয়ে তুলছে। সন্তানরা যখন বাড়ি থেকে বের হয় তখন অজানা আতঙ্ক মনে কাজ করে। কিশোরদের যারা ব্যবহার করছে তাদের খুঁজে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে। ইন্টারনেট ব্যবহার ও স্মার্ট ফোন কিশোর-কিশোরীদের বিপথগামী হওয়ার আরেকটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজ বিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, কিশোর অপরাধের তিনটি দিক রয়েছে সামাজিক, মনস্তাত্তিক ও আইনগত। খেলাধুলার পাশাপাশি জনকল্যাণমূলক কাজে কিশোর-কিশোরীদের আকৃষ্ট করা গেলে তারা এ অপরাধ জগতের হাত থেকে রক্ষা পাবে বলে মনে করেন তিনি। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) রইছ উদ্দিন বলেন, আমরা কিশোর অপরাধ গুরুত্ব দিয়ে দেখছি। প্রত্যেক অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।

সর্বশেষ খবর