বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

তিতাস পাড়ে আব্রু ঘর

কুমিল্লা প্রতিনিধি

তিতাস পাড়ে আব্রু ঘর

ঘর নির্মাণে ব্যস্ত কয়েক যুবক

কুমিল্লার তিতাস উপজেলায় তিতাস নদীর পাড়ে নারীদের জন্য আব্রু ঘর নির্মাণ করেছে তরুণরা। ফ্রেন্ডস ক্লাবের তরুণরা এসব ঘর নির্মাণ করে। ইতোমধ্যে তারা আটটি ঘর নির্মাণ করে। সংগঠনের তিতাস উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ বলেন, এলাকাটি নদীবেষ্টিত। এখানের অনেকের বাড়িতে গোসলের পানির ব্যবস্থা নেই। তাই অনেকে নদীতে গোসল করেন। গোসল করতে এসে মা-বোনরা বিড়ম্বনায় পড়েন। কেউ দীর্ঘক্ষণ অপক্ষো করে কাপড় বদল করেন। কেউ ভেজা কাপড়ে বাড়ি ফেরেন। গোসল শেষে কাপড় বদল করতে এই ব্যবস্থা করা হয়েছে। আমরা একাধিক ঘর নির্মাণ করেছি।  বিশিষ্ট শিক্ষাবিদ মাছিমপুর আর আর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী বলেন, নদীর ধারে নারীদের জন্য তরুণদের ঘর নির্মাণ একটি সুন্দর উদ্যোগ। তাদের বিভিন্ন সামাজিক মানবিক উদ্যোগ নিতে দেখি। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর